গালওয়ান সীমান্তে ভারত এবং চীনা সেনার সংঘর্ষের রেশ না কাটতে ফের একই পরিস্থিতির পুনরাবৃত্তিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর জেরে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন দু’দেশের সীমান্তরক্ষীরা। সিকিম সীমান্তে সংঘর্ষে দুই দেশেরই অন্তত ২৪ জওয়ান আহত হবার খবর পাওয়া গেছে।
ভারতের সেনা সদর থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে সিকিমের নাকু লা সীমান্ত দিয়ে এক দল চীনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা হয়। চীনের সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।
এই ঘটনার জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রবিবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় ১৬ ঘন্টার ম্যারাথন বৈঠক করেছেন দু’দেশের সেনা কর্মকর্তারা। তবে, দীর্ঘ এই বৈঠকে ফলপ্রসু কোন ফলাফল মেলেনি।