যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু হলেও তা অতটা সহজ হবে না বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। অধিকাংশ রিপাবলিকান সিনেটর বিচারের বিপক্ষে থাকায় ট্রাম্পের অভিশংসন এখন প্রায় অসম্ভব বলে অভিমত তাঁদের।
ট্রাম্পের বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ৪৫ জন রিপাবলিকান সিনেটর। এ অভিশংসনকে তাঁরা অসাংবিধানিক হিসাবে আখ্যায়িত করেছেন। সোমবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের অভিশংসনের প্রস্তাবটি তোলার পর মঙ্গলবার তা খারিজের পক্ষে ভোট দেন অধিকাংশ রিপাবলিকান সিনেটর। ট্রাম্পের বিচারের পক্ষে মত দিয়েছেন তাঁর দল রিপাবলিকান পার্টির মাত্র পাঁচ জন সিনেটর। কিন্তু ট্রাম্পকে অভিযুক্ত করতে ১৭ জন রিপাবলিকান সিনেটরের ভোট প্রয়োজন। যা প্রায় অসম্ভব অবস্থায় গিয়ে ঠেকেছে। সাবেক রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল, র্যান্ড পলসহ অনেকেই অবস্থান নিয়েছেন অভিশংসনের বিপক্ষে। বাইডেনসহ ডেমোক্রেটরা অভিশংসনের পক্ষে জোরালো দাবি তুললেও এর বিরোধীতাকারীদের মতে, সংবিধানে একজন সাবেক প্রেসিডেন্টের অভিশংসন বিচারের কোনো কথা নেই। দলীয় সিনেটরদের সমর্থনে তাই অভিশংসন বিচার থেকে এবারও রেহাই পেতে পারেন ট্রাম্প- এমনটাই ইঙ্গিত করছেন বিশ্লেষকরা।