বঙ্গবন্ধুর খুনি বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছে আদালত। আজই কারাগারে পাঠানো হতে পারে পরোয়ানা। এর আগে বুধবার দুপুরে জেলা জজ হেলাল চৌধুরীর আদালতে হাজির করা হয় বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদ ২৩ বছর ধরে কোলকাতায় আত্মগোপনে ছিলেন। গত ১৬ মার্চ তিনি ঢাকায় আসেন। সোমবার দিবাগত রাতে মিরপুর সাড়ে ১১ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।