রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের অস্ত্র মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। এসময় আবদুল বাতেন বলেন, ‘রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের একটি অস্ত্র মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দাখিল করা হয়েছে। ওই মামলায় নেয়া হয়েছে দুইজনের জবানবন্দীও। আবদুল বাতেন বলেন, জেকেজির প্রতারনার মামলার তদন্তও শেষের দিকে।
২১ জানুয়ারি, বৃহস্পতিবার ২০২১
সকাল ৮:৩০ : অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। সকাল ১০:৩০