সিলেটে রায়হান হত্যার প্রধান আসামি সাময়িক বরখাস্ত এসআই আকবরকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে। দুপুরে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পিবিআই তার দশদিনের রিমান্ড চায়। আদালত সাত দিনের মঞ্জুর করে। পালিয়ে থাকার ২৮ দিন পর আকবরকে সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডনা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে সিলেট জেলা পুলিশ।
যদিও তাকে Rab-এর রিমান্ডে দেয়ার দাবি জানিয়েছিলেন নিহত রায়হানের মা সালমা বেগম। আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহত রায়হানের পরিবার। এছাড়া, এসআই আকবরকে পালাতে সহযোগিতা করায় এসআই হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়। ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয় রায়হানকে। পরদিন সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন তার স্ত্রী।