সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের দুর্নীতি মামলায় ১৩ বছরের সাজার রায়ের যাবতীয় নথি চেয়েছে হাইকোর্ট। ৭ ডিসেম্বরের মধ্যে বিশেষ জজ আদালত-৭ এই মামলার নথি হাইকোর্টে পাঠাবে। সকালে বিচারপতি মো: মাঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের আদালত এই আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, অবৈধ সম্পদ অর্জর্নের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর লালবাগ থানায় মামলা করে দুদক।
২০০৮ সালে ২৭ এপ্রিল হাজী সেলিমকে ১৩ বছরের কারাদন্ড দেয় আদালত। ২০১১ সালে হাইকোর্ট সেই সাজার রায় বাতিল করে দেয়। ২০১৫ সালে দুদকের আবেদনে হাইকোর্টের সেই রায় বাতিল করে পূনরায় হাইকোর্টে শুনানীর আদেশ দেন আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনে মামলাটি আবারো শুনানির জন্য কার্য তালিকায় আনে হাইকোর্ট।