দুর্নীতি দমন কমিশন – দুদকের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এই রায় দেন। ২০০৮ সালের সেপ্টেম্বরে অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদিককে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।
বেধে দেয়া সময়ে বিবরণী জমা না দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে রমনা থানায় দু’টি মামলা করা হয়। ২০১৭ সালের ৬ ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন। ২০১৮ সালের ১৫ জানুয়ারি চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। প্রায় দুই বছরের বিচার কাজ শেষে আজ আলোচিত এই মামলায় খালাস পেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেন, আদালতে ন্যায় বিচারের সুবাতাস বইছে।