রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলাকেটে হত্যার দায়ে নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিমসহ তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। চাঞ্চল্যকর জোড়া খুনের তিন বছর দুই মাস পর এ রায় দিলো আদালত।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম রবিবার সকালে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অপর দুইজন হলেন— আব্দুল করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা ও তার ভাই আল-আমিন ওরফে জনি। ২০১৭ সালের পহেলা নভেম্বর কাকরাইলের পাইওনিয়ার গলির বাসায় শামসুন্নাহারকে সম্পত্তির লোভে হত্যা করা হয়। সেসময় মায়ের প্রাণ রক্ষায় এগিয়ে যাওয়া কিশোর শাওনকেও নির্মমভাবে খুন করা হয়। এ হত্যাকাণ্ডের পরদিন হত্যার শিকার শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। সেই মামলার যুক্তিতর্ক শেষে ১৭ জানুয়ারি মামলার রায়ের দিন ধার্য্য করেন বিচারক।