নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ মামলায় চার্জশিটভুক্ত ২২ আসামির একমাসের জামিন মঞ্জুর করেছে আদালত।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ মামলায় সিআইডির চার্জশিটভুক্ত ২২ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। পরে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে রবিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টন হোসেন তাদের ২২জনকেই এক মাসের জামিন মঞ্জুর করেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এশার নামাজ পড়তে যাওয়া ৩৭ জন মুসল্লি ও একজন পথচারী দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক হুমায়ুন কবির বাদি হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন।