সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময় মাদকের বিরুদ্ধে জয়ী হতে বিজিবির প্রতি আহ্বান তিনি।
বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বুধবার সকালে বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আয়োজন করা হয় ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে জয় হয়েছে, মাদকের বিরুদ্ধেও জয়ী হতে বিজিবির প্রতি আহ্বান জানান।
মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে বিজিবি জানায়, গত তিন বছরে ইয়াবা উদ্ধারের ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু সেক্টর।অনুষ্ঠানের শুরুতে চেকপোস্টের কার্যক্রমের উপর ডেমো ও রিজিয়নের বিভিন্ন কার্যক্রমের উপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।