শুভ বড়ো দিন আজ। খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এ উপলক্ষে এই সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খ্রিস্ট ধর্মমতে, দু’হাজার বছর আগে বেথেলহেমের এক গো শালায় মাতা মেরির গর্ভে জন্ম যিশু খ্রিস্টের। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও আজ যথাযথ ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করছেন দিনটি। তারা দেশের গির্জা ও বাড়িঘরে ক্রিসমাস ট্রি সাজিয়ে, কেক তৈরি করে ও মোমবাতি জ্বালিয়ে উদযাপন করছেন এ উৎসব।
দিনটি উপলক্ষে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নানা আয়োজনে উদযাপন হচ্ছে দিনটি। এ উপলক্ষে রঙ্গিন সাজে সাজানো হয়েছে পাঁচ তারকা হোটেলগুলোও। গির্জাগুলোতে আয়োজন করা হয়েছে, নানা অনুষ্ঠানের। আলোকসজ্জা, গোশালা তৈরি আর ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে।এদিকে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার রাতে কাকরাইল সেন্ট মেরি ক্যাথিড্রাল চার্চ ঘুরে দেখেন। তিনি সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টের সাথে কথা বলেন। পরে, পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, বড়দিন উপলক্ষ্যে তিনদিন ধরেই রাজধানীর চার্চগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।