মাদারীপুরের শিবচরে এসএসসির সাধারণ গণিত পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে কেন্দ্রে ঢুকতে না দেয়ায় অভিভাবক ও পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীরা জানায়, এসএসসি পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর পরীক্ষায় ব্যবহারের নিয়ম থাকলেও মঙ্গলবার গণিত পরীক্ষায় শিবচর নন্দকুমার কেন্দ্রে ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
অন্যদিকে শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রের বেশ কয়েকটি কক্ষ থেকে শিক্ষার্থীদের ক্যালকুলেটর নিয়ে নেয়া হয়। উভয় ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দুটি কেন্দ্রেই ভাঙচুর করলে পরীক্ষার শুরু হওয়ার কিছুক্ষণ পর ক্যালকুলেটর ফের দেন শিক্ষকরা।