করোনা আক্রান্তের খবরে, দেশের ব্যবসা-বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আগে ছিল আমদানি সমস্যা, এখন নাজুক পরিস্থিতির মুখে রফতানি খাত। বিশেষজ্ঞদের আশঙ্কা, রফতানিমুখী সব খাতই ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশ থেকে চীনে যে পরিমাণ পণ্য যায়, টাকার অংকে তারচেয়ে প্রায় সতের গুন বেশি আমদানি করা হয়। এরমধ্যে শিল্পের মেশিনারিজবাদ দিলেও পোশাক, ঔষধসহ শিল্পের কাঁচামালের প্রায় পুরোটাই আসে চীন থেকে।
তাই চীনে করোনা পরিস্থিতি ভালো দিকে হওয়া, স্বস্থি বাড়াচ্ছে দেশের ব্যবসায়ীদের। কিন্তু দেশেও করোনায় রোগী সনাক্তের পর আমদানির সাথে জটিলতায় পড়লো দেশে রফতানিও। দেশের ছোট খাতগুলোতে করোনায় প্রভাব সেভাবে আলোচনা আসেনি।যদিও সেসব খাতই সবচে ঝুঁকির মধ্যে বলছেন এই বিশ্লেষক। বাংলাদেশে নিরাপদ পণ্য নিশ্চিত করবে, বিদেশী ক্রেতাদের বারবার আশ্বস্তের করার তাগিদও দেন বিশ্লেষকরা।