ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে গোপালগঞ্জের কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীদের সহযোগিতায় রবিবার বিকাল পাঁচটায় কেকানিয়া মাদ্রাসা মাঠে ধর্ম প্রতিমন্ত্রীর আরেক দফা জানাযা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে জানাযা ও দাফনে অংশ নেন পরিবারের সদস্য, দলীয় নেতারা, প্রশাসনের লোকজন। এর আগে, অ্যাম্বুলেন্সে ধর্ম প্রতিমন্ত্রীর লাশ রবিবার বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে গ্রামের বাড়ি গোপালগঞ্জের কেকানিয়া গ্রামে পৌঁছায়।
শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা সিএমএইচে তাঁর মৃত্যু হয়। পরে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় ভাজন শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোকআহত স্থানিয় নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ। শেখ আবদুল্লাহর গোপালগঞ্জ শহরের কলেজ রোডের বাড়িতে ও কেকানিয়া গ্রামের বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহচর ও সহকর্মীরা।