প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৯ মে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরির করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চলতি মাসের ছয় জুন ঢাকার সিএমএইচ এ ভর্তি করা হয়। এরপরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ১৮ জুন ভেন্টিলেশনে নেয়া হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ভাষানী মির্জা। প্রতিরক্ষা সচিব মোহসীন চৌধুরীর জন্ম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি ১৯৮৮ সালে বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী সাবেক মূখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই।