রাজধানী এতিম নয়, এর বাপ-মা আছে বলে এবার দাবি করেছেন, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ঢাকার রাস্তায় ও ফুটপাতে ইট, বালু, রডসহ নির্মান সামগ্রী কোনোভাবেই রাখতে দেয়া হবে না বলে হুঁশিয়ারিও দেন। রাজধানীর বেশির ভাগ রাস্তার পাশে ও ফুটপাতে নির্মান সামগ্রী পড়ে থাকবে না- তা যেন হতেই পারে না । এতে রাস্তার প্রশস্ততা কমে যাওয়ার সাথে, অনেক ক্ষেত্রে ফুটপাতে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা উত্তরের ১০টি অঞ্চলে একযোগে উচ্ছেদে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে অভিযানে নামেন মেয়র। এসময় জরিমানার পাশাপাশি সাজাও দেয়া হয় বেশ ক’জনকে। এ সময় উত্তরের মেয়র বলেন, যে কোন মূল্যে রাস্তাকে করা হবে জঞ্জালমুক্ত। উত্তর সিটি কর্পোরেশন আগামী ১৪ সেম্টেম্বর থেকে বিল বোর্ড অপসারনে নামছে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।