প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে একটি মহল। সংঘাতে উস্কানী দাতাদের গ্রেফতার করলেই তাঁরাই আবার সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে। এভাবে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি । সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে একটি শ্রেণি সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করে। কারন বাংলাদেশের কোনো অগ্রগতি সেই গোষ্ঠীর পছন্দ হয় না। দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে, আন্তর্জাতিক সংস্থাগুলোর ভবিষ্যৎ বাণী ভুল প্রমাণ করে দেশ এগিয়ে যাচ্ছে- এটা ওই গোষ্ঠীর পছন্দ হয় না ।
প্রধানমন্ত্রী বলেন, তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে, অন্যের কাছে হাত পেতে চলবে।যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে তখন দেশ বিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে। তারা আবারো উস্কানীমূলক বক্তব্য দিতে শুরু করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী ।