অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মাসেতুর ৩৬তম স্প্যান বসতে পারে আজ কিংবা আগামীকাল। জানিয়েছেন প্রকৌশলীরা। স্প্যানটি বসানো হবে সেতুর মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর। স্প্যানটি স্থায়ীভাবে বসানো গেলে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৪০০মিটার। দুপুর একটার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নেয়া হবে মাওয়া প্রান্তে।
জানা গেছে, আজ যদি স্প্যান বসানোর জন্য পর্যাপ্ত সময় না পাওয়া যায় তাহলে শুক্রবার পিলারের ওপর স্প্যান বসানো হবে। পদ্মাসেতুতে মোট ৪২টি পিলারে বসানো হবে ৪১টি স্প্যান। ৩৬ নম্বরের এই স্প্যানটি বসে গেলে, আর মাত্র পদ্মাসেতুতে বাকি থাকবে ৫টি স্প্যান বসানো। এগুলো বসানো শেষ হবে ১১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে।