অনুমোদনহীন ১২ ধরনের ঔষধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার সকালে রাজধানীর কলেজগেটে কয়েকটি ফার্মাসীতে অভিযান চালায় তারা। ঔষধ প্রশাসন অধিদপ্তরে ডিজি বলেন, তাদের অনুমতি ছাড়া কোন ঔষধ বাজারে বিক্রি করা যাবে না। নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে রাজধানীর কলেজগেটে পরিদর্শনে নামে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এসময় তারা অনুমোদনহীন ও ভেজাল ঔষধের খোঁজে বেশ কয়েকটি ফার্মাসীতে হানা দেয়।
জব্দ করা হয় অনুমোদনহীন ও ভেজাল ঔষধ। বেশ কয়েকটি ফার্মাসীতে অনুমোদনহীন এন্টিবায়োটিকের মতো ঔষধও পাওয়া যায়। দায়িদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরে ডিজি। ভেজাল ঔষধের বিরুদ্ধে দেশব্যাপি এ ধরনের কর্মসূচী নিয়মিত চালু রাখার কথা জানায় ঔষধ প্রশাসন।
জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।