আজ বসতে যাচ্ছে পদ্মাসেতুর ৩৭তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার পাঁচশ’ ৫০ মিটার। আবহাওয়া অনুকূলে থাকলে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৯ ও ১০ নং পিলারের ওপর বসতে পারে পদ্মা বহুমুখী সেতুর ৩৭তম স্প্যানটি। চলতি মাসের ৬ তারিখ দুই ও তিন নম্বর পিলার দু’টিতে বসেছিলো সেতুর ৩৬তম স্প্যান। সাতদিনের মাথায় আরেকটি স্প্যান বসানোর প্রস্তুতি নিয়েছে সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি, কুমার ভোগের কনষ্ট্রাকশন ইয়ার্ড থেকে, ৯ ও ১০ নম্বর পিলার দু’টির কাছে আনা হয়। পদ্মার পানির গতি স্বাভাবিক থাকলে, এই দু’টি পিলারের ওপর আজই বসানো হবে স্প্যানটি। তবে কোন সমস্যা দেখা দিলে, শুক্রবার বসবে ৩৭তম স্প্যানটি। ৪২টি পিলারের ওপর মোট ৪১ টি স্প্যানে ভর করে নির্মাণ হবে ৬ দশমিক এক পাঁচ কিলোমিটারের মূল পদ্মা সেতু।