ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। পুলিশি বাধার মধ্যেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। ভোট ডাকাতি, সন্ত্রাস ও মিথ্যা মামলার অভিযোগ এনে সিরাজগঞ্জে জেলা বিএনপিও বিক্ষোভ সমাবেশ করেছে। নরসিংদীতে জেলা বিএনপি মিছিলে নিয়ে এগুতে চাইলে পুলিশী বাধার মুখে পড়ে। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে দলটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। রংপুর বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে পুলিশি বাধায়। পরে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে খুলনায় সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বরিশালেও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মহানগর ও জেলা বিএনপি। একই ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি করে খাগড়াছড়ি জেলা বিএনপি। জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এছাড়া, মুন্সীগঞ্জ ও বগুড়ায়ও একই কর্মসূচি করে বিএনপি। প্রতিবাদ সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়েও।