মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে মজলুম এই জননেতার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকাল সাড়ে সাতটায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে ফুল দেয়া এবং জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসুচির শুরু করেন। এরপর ভাসানীর পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মরহুমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
নিপীড়িত মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করা এই নেতার জন্ম হয় ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। জীবনের বড় অংশ তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন মওলানা ভাসানী।