বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা প্রলম্বিত করতে জঘন্য খেলায় মেতেছে। দুঃশাসনকে আড়াল করতে বিরোধী নেতা-কর্মীদের ওপর ঘৃণ্য হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ সব অভিযোগ করেন।
মাগুরা জেলা বিএনপি কার্যালয় ও স্থানীয় নেতাদের বাসভবনে হামলা এবং পৌর যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদ না থাকলে মাগুরায় এ সব হামলার সাহস পেতো না সন্ত্রাসীরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান, বিএনপি মহাসচিব।