বছর ঘুরে শুরু হলো বাঙালির বিজয়-গৌরবময় ডিসেম্বর মাস। ১৯৭১ সালের এ মাসেই চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে বীর মুক্তিযোদ্ধারা। বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ নিশান উড়ে সদর্পে। মিত্রবাহিনীর কাছে তৎকালীন রেসকোর্স ময়দান আজকের সোহরাওয়ার্দী উদ্যানে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী।
মাসটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছসেবক লীগের নেতা-কর্মীরা। ৩২ নম্বরের প্রধান সড়ক থেকে শোভাযাত্রা করেন তারা। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবুসহ অন্য নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে যান সংগঠনটির নেতাকর্মীরা। সেখানে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তারা।