ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর স্বেচ্ছা ও নিরাপদ হতে হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘ আপত্তি না করলে ইউরোপীয় ইউনিয়নেরও কোনো আপত্তি নেই। সকালে রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিক্যাব টক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের ৬ রাষ্ট্রদূত। ইইউ এর রাষ্ট্রদূত রেনসে তিয়ারিংক বলেন, ভাসানচরের বিষয়ে জাতিসংঘের টেকনিক্যাল কমিটি মূল্যায়ন না করা পর্যন্ত সেখানের পরিস্থিতি নিয়ে আগাম মন্তব্য করবে না ইউরোপীয় ইউনিয়ন।
নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত হ্যারি ভারওয়াজ জানিয়েছেন, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীন, ভারত, ও আই সিসহ আসিয়ান দেশগুলোর সবাই সক্রিয় হতে হবে বলে মন্তব্য করেন ইউরোপের রাষ্ট্রদূতরা।