ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন। ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে দু’জন মারা যায়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় এ দুর্ঘটনা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুরের ঐ এলাকায় বিকল হয়ে পড়লে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। এসময় পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয় ঢাকাগামী সবজিভর্তি ট্রাক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় বাসটি সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে।
দেশে করোনা টিকার প্রথম চালান আসছে বুধবার
করোনা ভ্যাকসিনের প্রথম চালান আগামী ২০ জানুয়ারি বুধবার