রাজধানীর মতিঝিলে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেলে করে দুই জন মতিঝিল হয়ে পুরান ঢাকার দিকে যাচ্ছিলেন। শিল্প ভবন অতিক্রম করার সময় একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় দুই আরোহী।
তবে, পিকআপ ভ্যানটিকে নিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ জানায়, পিকআপ ভ্যানের চালককে গ্রেফতার অভিযান চলছে। এদিকে, নিহত আরোহী একজনের নাম জানে আলম। তিনি পাঠাও সার্ভিসের মাধ্যমে মোটর সাইকেলে মিরপুর থেকে পুরান ঢাকায় নিজ বাসায় ফিরছিলেন। তবে, মোটর সাইকেল চালকের পরিচয় এখনো জানা যায়নি।