নাটোরের নলডাঙ্গা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার উত্তর বাঁশিলা গ্রামের মাহমুদুল হক মুন্না ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় স্ত্রী শারমিন বেগম দু’বছরের সন্তান আব্দুল্লাহকে নিয়ে বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মা ও ছেলেকে হত্যা করার পর শিশু আব্দুল্লাহকে পাশের ডোবায় ফেলে চলে যায়।
সেহেরীর সময় বাড়ির অন্যরা ঘরের দরজায় শিকল দেয়া দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের দরজা খুলে দেয়। এসময় ঘরের মধ্যে গৃহবধু শারমিনের গলায় ওড়না পেঁচানো মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা। পরে আব্দুল্লাহর মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়। হত্যার কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।