ভাতের থালায় চুল পেয়ে জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে ন্যাড়া করে দিয়েছে এক বর্বর স্বামী। পুরানাপৈল এলাকার শালগ্রামে এ ঘটনা হয়। এলাকাবাসী জানায়, শালগ্রামে গৃহবধু আরজিনা বেগম সকালে ভাত রান্না করে স্বামী বাবুলকে খেতে দেয়। এসময় ভাতে চুল পেয়ে ক্ষেপে গিয়ে তাকে মারপিট করে মাথার চুল কেটে দেয় বাবুল। এঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
০৬ ডিসেম্বর, শুক্রবার ২০১৯
সকাল ৮:৩০ : দিন প্রতিদিন বেলা ১০:১০ :