ব্যবসা ও মুনাফার কথা না ভেবে জনকল্যাণে, সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হোক, তা সরকার চায় না। এগুলো বন্ধ করে দেয়াও সরকারের উদ্দেশ্য নয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও সমাজের প্রতি দায়বদ্ধ আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে হবে। আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরি। শিক্ষা জীবন শেষে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান সমাজের কম আলোকিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
তিনি অভিযোগ করেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারে নি। অব্যাহত চাপে রেখেও কোন সুফল পাওয়া যাচ্ছে না।