শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সকালে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, যে সকল বিদ্যালয়ে নিয়ম বেধে দেয়া আছে সেই নিয়ম মেনে তারা ভর্তি করবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের প্রমান পাওয়া গেলে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ শিক্ষার ক্ষেত্রে যে ধারা চলছিল তা অব্যাহত থাকবে বলেও জানান, ডা.দীপু মনি।