মাথায় সাদা হেয়ারব্যান্ড। লাল পোশাক। অবাক হয়ে তাকিয়ে ক্যামেরায়। এই ছোট্ট মেয়েটিকে আপনি হয়তো চেনেন। কে বলুন তো? এই মেয়েটি টলিউডের এক নায়িকা। বাংলা টেলিভিশনে জনপ্রিয়তা তুমুল। এই মুহূর্তে একটি জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রেও অভিনয় করছেন তিনি। চিনতে পারছেন? ইনি আসলে ঐন্দ্রিলা সেন। এই মুহূর্তে ‘ফাগুন বউ’-এ বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। এটি ঐন্দ্রিলারই ছোটবেলার ছবি।
অনেক ছোট বয়স থেকেই অভিনয় করছেন ঐন্দ্রিলা। দিনকয়েক আগে এক সাক্ষাত্কারে তিনি নিজেই বলেছিলেন, ‘‘১৫ বছর হল ইন্ডাস্ট্রিতে। প্রথম অভিনয় ‘বন্ধন’ সিনেমা বা ‘স্রোত’ নামের একটা ধারাবাহিকে। এই মুহূর্তে মনে পড়ছে না। যা যা কাজ করেছি ছোট থেকে সবাই দেখেছে। ‘রানি কাহিনি’, ‘খেলা’, ‘তিথির অতিথি’…। তবে অ্যাজ আ হিরোইন ‘সাত পাকে বাঁধা’ প্রথম হিট। আর এখন ‘ফাগুন বউ’ও সকলে পছন্দ করছেন।’’