নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছে। পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে নাজমা বেগম নামে এক মহিলা শিশু সন্তান নাহিদ ও নাজিবাকে নিয়ে সিএনজি অটোরিকশা করে কারাগারে স্বামীকে দেখতে যাচ্ছিলেন। পথে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলেই নাহিদ নিহত হয়। আহত নাজিবাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, বাগেরহাটের শরণখোলায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ইউনুস আলী নামে ব্যাটারী চালিত ইজিবাইক চালক নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসে আগুন ধরিয়ে দেয়।