আফগানিস্তানের ফারাহ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে শিশু ও নারীসহ অন্তত ৩৫ যাত্রী। আহত হয়েছে আরো ২৭ জন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। বুধবার হেরাত ও কান্দাহার প্রদেশের মধ্যবর্তী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা আশংকাজনক। সরকারি ও বিদেশি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই তালেবানরা বোমা পেতে রেখেছিলো বলে জানিয়েছেন ফারাহ প্রদেশের পুলিশ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও এজন্যে তালেবানদের দায়ি করেছে আফগান কর্তৃপক্ষ।
আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের হত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পরদিনই এই হামলা হলো। মঙ্গলবার এক প্রতিবেদনে, সংস্থাটির সহায়ক মিশন জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সরকারি বাহিনী ও মার্কিন সেনা হামলায় হতাহত হয়েছে তিন হাজার আটশ’ ১২ বেসামরিক নাগরিক। এর বিপরীতে জঙ্গি হামলায় হতাহত হয়েছে নয়শ’ ৮৫ জন। ওই প্রতিবেদনে দেখানো হয়, কেবল মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে ৮৯ জন শিশুসহ তিনশ’ ৬৩ জন। তবে, প্রতিবেদনটি নাকচ করেছে মার্কিন সেনাবাহিনী।