এদিকে, বিনা অপরাধে জাহালমের তিন বছর কারাভোগের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, জাহালমের ঘটনায় দুদকের তদন্তকারী কর্মকর্তাদের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। এজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা জজ পদর্যাদার দুদকের একজন পরিচালককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিনা অপরাধে তিন বছর জেল খেটে হাইকোর্টের নির্দেশে মুক্তি মেলে জাহালমের। কাশিমপুর কারাগার থেকে রবিবার রাতে মুক্তি পান তিনি।