মঙ্গলবারের সমাবেশ থেকে জাতীয় ঐক্যফ্রন্ট নতুন কর্মসূচি ঘোষণা করবে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংলাপ ও আন্দোলন একই সাথে চলবে।মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এ তথ্য জানান, বিএনপি মহাসচিব। বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, প্রধানমন্ত্রীর সঙ্গে ৭ নভেম্বরের সংলাপের বিষয়েও আলোচনা করেন ফ্রন্টের নেতারা। বিশেষ করে আইনী কাঠামোর মধ্যে থেকে নির্বাচন এবং নির্বাচনের তফসিলের পর করণীয় নিয়ে কথা বলেন তাঁরা।
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল