প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন ষড়যন্ত্রকেই পরোয়া করেন না তিনি। যেকোন মূল্যে পিতার অধরা স্বপ্ন বাস্তবায়ন করা হবে বলে সাফ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে পুনরায় দেশের মাটিতে ফেরার ক্ষণটি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণে বলেন অনেক কথা। এসময় নেতাকর্মীরা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।