জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধের তৃতীয় দিনেও ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনের পাশে প্রতিবাদি কনসার্ট শুরু করেছেন আন্দোলনকারীরা। যৌক্তিক দাবি পূরণের আন্দোলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধা-নিষেধ আরোপ করায় এ কনসার্ট বলে জানান তারা।
এর আগে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ভিসির বাসভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরেও যারা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। উপাচার্যের বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।