জাতীয় পার্টি এককভাবে ক্ষমতায় যেতে সক্ষম তাই আর গৃহপালিত বিরোধীদল হতে চান না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে।
এজন্য দলীয় নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। সভায়, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, শিগগিরই নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে মাঠে নামবে তাদের দল।জাতীয় পার্টি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন রওশন এরশাদ।