নতুন মন্ত্রিসভায় বৃহত্তর চট্টগ্রাম থেকে জায়গা পেয়েছেন চারজন। যদিও সংখ্যা নয়, যোগ্যতাকেই বেশি গুরুত্ব দেয়ার কথা বলছেন নাগরিক সমাজ। শুধুমাত্র লোক দেখানো উন্নয়ন আর গালভরা বুলি না আওড়ে জনহিতকর প্রকল্প বাস্তবায়নের দিকে মনোযোগ দেয়ার পরামর্শ তাদের। প্রতিমন্ত্রী থেকে কেউ হয়েছেন পূর্ণমন্ত্রী, আবার মন্ত্রীসভায় যুক্ত হয়েছে একেবারে নতুন মুখও। নবম সংসদের বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ এবার পেয়েছেন তথ্য মন্ত্রনালয়ের দায়িত্ব। গেলো বারে ভূমি প্রতিমন্ত্রী হলেও এবারে হয়েছেন একই মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রী।
আর মন্ত্রী সভার চমকদের একজন, নতুন মুখ মহিবুল হাসান চৌধুরী নওফেল পেয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রীর দায়িত্ব। এই তিনজন ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং কে এবার করা হয়েছে ওই মন্ত্রনালয়ের পূর্ণমন্ত্রী। নতুন মন্ত্রীরা চট্টগ্রামের নানা সমস্যা সমাধান করে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলবে চট্টগ্রামকে এমন প্রত্যাশা স্থানীয়দের। জনহিতকর প্রকল্প বাস্তবায়নের দিকে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নবম সংসদে চট্টগ্রাম থেকে মন্ত্রী সভায় ঠাই পেয়েছিলেন তিনজন, আর দশম ও একাদশ সংসদে চার জন।