বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে-বিদেশে নির্বাচন কেউ মেনে নেয়নি, এ বিষয়ে কোনো জবাব দিতে পারবে না বলেই আওয়ামী লীগ নিংবাচনী সংলাপে রাজি নয়। নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাজানো নির্বাচনে ভোট লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগকে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতায় এনেছে বলে অভিযোগ রিজভীর। বলেন, এভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ভোজের মহোৎসব করছে যা গণতন্ত্র ও তামাশার বিকৃত প্রকাশ।
নির্বাচনের পরে বিএনপি দলীয় লোকজনের বাড়িঘর জ্বালিয়ে দেয়া, তাদের উপর হামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণতন্ত্রের লাশের উপর দিয়ে ভোজের মহাআয়োজনে ব্যস্ত বলে উল্লেখ করেন তিনি। এভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও হুঁশিয়ারী দেন রুহুল কবির রিজভী।