আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও জামায়াত দু’দলই সাম্প্রদায়িক। তাই আদর্শগতভাবে কেউ কাউকে ছাড়বে না। জানান, উপজেলা নির্বাচনে বিএনপি এলো না বয়কট করল এ নিয়ে সরকারের কোন মাথাব্যথা নেই। ডাকসু নির্বাচনে কারচুপির কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে সম-সাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সড়ক দুর্ঘটনা এখন সরকারের সবচেয়ে বড় দুর্ভাবনা। জানান, শিগগিরই ডাকা হবে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত কেউ কাউকে ছাড়বে বলে মনে হয় না। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা নির্বাচনে অংশ নেবে। তাই প্রতিদ্বন্দ্বীর কোন অভাব হবে না। জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচনেও কারচুপির বিএনপির আশঙ্কা নাকচ করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ঘোষণা দিয়ে জামায়াতকে ছাড়লে সাধুবাদ জানাবে আওয়ামী লীগ। কথা বলে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বিএনপির দাবি প্রসঙ্গেও।