বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আপিল শুনানী ৫ ডিসেম্বর পযর্ন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। এর মধ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদনের শুনানী উপলক্ষ্যে বৃহস্পতিবার আদালত প্রাঙ্গনে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে জামিন আবেদনের শুনানী শুরু হলে প্রথমেই নিরাপত্তার কড়াকড়ি নিয়ে অনুযোগ করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। এসময় জামিন চেয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তিনি। পাশপাশি বেগম খালেদা জিয়ার শারিরিক অবস্থাও তুলে ধরেন। পরে আদালত, বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা জানাতে মেডিকেল বোর্ডের রিপোর্ট আদালতে দাখিল করতে বলেন।
বেগম জিয়ার আইনজীবিরা আদালতে বলেন, তারা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিলে মেরিটের ওপর যুক্তি উপস্থাপন করবেন। এখন জামিন চাইছেন শারিরীক অব্স্থা বিবেচনায়। হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ হলে এর বিরুদ্ধে চেম্বার আদালতে যান তার আইনজীবিরা। চেম্বার আদালত আবেদনটি শুনানীর জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।