উলভারহ্যাম্পটনের কাছে হেরে ইংলিশ এফএ কাপ থেকে তৃতীয় রাউন্ডেই ছিটকে গেছে লিভারপুল। কাল, প্রতিপক্ষের মাঠে সমতায় ফিরেও ২-১ গোলে হার মানে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি। শুরুর একাদশে নয়জনকে পরিবর্তন উলভারহ্যাম্পটনের মাঠে নেমেছিলো লিভারপুল। উলভসও অনভিজ্ঞ দল পেয়ে ৩৮ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠায়। মেক্সিকান ফরোয়ার্ড রাউল জিমেনেস লক্ষ্যভেদ করেন।
৫৫ মিনিটে লিভারপুলের বেলজিয়ান স্ট্রাইকার দিভোক অরিজি গোল শোধ দিলে চার মিনিটের মধ্যে আবার এগিয়ে যায় উলভস। গোলদাতা পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস। বাকি সময়ে গোল শোধ দেয়ার মতো সুযোগই তৈরি করতে পারেনি প্রিমিয়ার লিগ লিডাররা। এফএ কাপে এ নিয়ে তিন মৌসুমে দু’বারই উলভসের কাছে বিদায় নিলো সাতবারের চ্যাম্পিয়নরা।