প্রতিবেদনের তথ্যমতে, তৃতীয় বিশ্বের দেশ হওয়া সত্ত্বেও সাইবার নিরাপত্তার দিক থেকে কানাডা ও ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালয়েশিয়া ও ওমান। উন্নয়নশীল দেশগুলোয় প্রশিক্ষিত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের ব্যাপক ঘাটতি রয়েছে। এসব দেশে সাইবার নিরাপত্তা ইস্যু বিষয়ে মূল্যায়ন ও প্রয়োজনীয় শিক্ষার অভাবের পাশাপাশি আইন প্রয়োগ এবং ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় বিচার বিভাগ বা বিশেষ কোনো আইনি শাখা নেই।
জরিপে সহযোগিতা করেছে, বিশ্বের এমন অর্ধেক দেশেরই সাইবার নিরাপত্তা স্ট্র্যাটেজি বা কৌশল নেই। এছাড়া অর্ধেকের বেশি দেশের পুলিশ প্রশাসনের এ বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই। প্রতিবেদনে বলা হয়, সাইবার নিরাপত্তা কৌশল নির্ধারণ যেকোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে ‘ক্রুশিয়াল ফার্স্ট স্টেপ’ বলা হয়েছে।
জরিপ প্রতিবেদনের তথ্যমতে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের পাঁচ স্থায়ী সদস্য দেশের মধ্যেই সাইবার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে। এ পাঁচ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র র্যাংকিংয়ে দ্বিতীয়, ফ্রান্স ৮, রাশিয়া ১০, যুক্তরাজ্য ও চীন যথাক্রমে ১২ ও ৩২ নম্বর অবস্থানে রয়েছে।