এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করেছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। ‘তারায় তারায় আনন্দ উৎসবের গল্প’ শিরোনামে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সোনিয়া হোসেন। চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা সব প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়।
সব প্রজন্মের কাছে তাঁদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই তিন অতিথির তারকা হওয়ার গল্প জানতে পারবো এই অনুষ্ঠানে। এছাড়াও বর্তমানের চলচ্চিত্র শিল্প সম্পর্কে অতিথিরা কথা বলেছেন। বিশেষ অনুষ্ঠানমালায় আজ বিকেল ৫টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।