বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে শুরু হচ্ছে ঐন্দ্রিলা আহমেদের উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ‘রেড কাউ বাটার অয়েল শেফ’স কিচেন’। এর প্রতি পর্বে একজন জনপ্রিয় তারকা ও একজন শেফ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকা রান্না করবেন তাঁদের প্রিয় রেসিপি।
‘রেড কাউ বাটার অয়েল শেফ’স কিচেন’-এ আমন্ত্রিত অতিথিরা রান্না করবেন নতুন নতুন স্পেশাল ও মজার রেসিপি। দর্শকরা বিভিন্ন খাবার নিয়ে শেফের কাছ থেকে স্বাস্থ্যসম্মত টিপস ও রান্নার পুষ্টিগুণ জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। নিয়মিত আয়োজন হিসেবে রয়েছে রান্নার টিপস। অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি অভিনয়শিল্পী শারমীন জোহা শশী।
এ সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেছেন, ‘আমাদের অনুষ্ঠানমালা যেন দর্শকের ভালো লাগে, এমন পরিকল্পনা থাকে সবসময়। তারই ধারাবাহিকতায় ঐন্দ্রিলা আহমেদের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘শেফ’স কিচেন’। নতুন বছরের প্রথম দিনে একটি ধারাবাহিক প্রচার শুরু করেছে বাংলাভিশন। সামনে আরও নতুন অনুষ্ঠানের পরিকল্পনা আছে। আশা করি, অনুষ্ঠানটি দর্শক পছন্দ করবেন।’
‘রেড কাউ বাটার অয়েল শেফ’স কিচেন’ প্রযোজনা করেছেন সুব্রত দে। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়।