জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এমনটি জানিয়েছেন তার ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানান, এরশাদের ফুসফুসের সংক্রমণ আগের চেয়ে বেড়েছে। তবে শরীরের অন্যান্য সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় সার্বিকভাবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।
সিএমএইচের চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করে জিএম কাদের আরো বলেন, বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ দিলে এরশাদকে দেশের বাইরে নিতেও প্রস্তত তারা। সম্মিলিত সামরিক হাসপাতালেই তিনি আরোগ্য লাভ করবেন বলেও আশা করেন জিএম কাদের। এসময় তিনি আরো বলেন, লাইফ সাপৌর্ট নয়, এরশাদকে শুধু অক্সিজেন দেয়া হচ্ছে।