প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, শিল্পায়ন, উন্নয়ন ও অর্থনেতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আমদানি মূল্য বেশি হওয়ায় বাধ্য হয়েই সমন্বয় করা হয়েছে গ্যাসের দাম। বাড়তি দামে এলএনজি আমদানি না হলে উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি দেশে হাহাকার পড়ে যেত। সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পেট্রোবাংলা গ্যাসের দাম একশ’ দুই শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছিল। আর বিইআরসি বলেছিল গ্যাসের দাম ৭৫ শতাংশ বৃদ্ধি করা প্রয়োজন। এরপরও গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়িয়ে এই হার আট দশমিক দুই ভাগে উন্নীত করা হবে। এর আগে, বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ বাজেট পাসের সঙ্গে সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করেন। অস্বাভাবিক হারে বেড়ে চলা শিশু ধর্ষণ বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান চালুর প্রস্তাব দেন। এই বাজেট অধিবেশনে ২১ কার্যদিবসে ২৬৯ জন সংসদ সদস্য ৫৫ ঘন্টা ৩৬ মিনিট আলোচনা করেন। এ সময় ৭টি বিল পাস হয়।