করোনা দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্যমত তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গুলশান কার্যালয়ে করোনা সঙ্কটে অর্থনৈতিক প্যাকেজ প্রস্তাব ঘোষণা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, সঙ্কট মোকাবেলায় সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় ৮৭ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করতে হবে। সকল স্তরের অর্থনৈতিক কার্যক্রম সফল করতে কাজ করতে হবে সরকারকে।
স্বল্পমেয়াদী প্রস্তাবনায় করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতের জন্য পনের হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার তাগিদ দেয়া হয়েছে। পাশাপাশি ছুটির কারণে গ্রামে যাওয়া মানুষদের জন্য সাহায্য প্রকল্প নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। অর্থনীতিতে ইতিবাচক ফল আনবে না এমন সব প্রকল্পে অর্থ বরাদ্দ না দিতেও দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির প্রস্তাবনায় আরো বলা হয়, ভবিষ্যত স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় দক্ষ জনবল তৈরি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে।